Bank Close: April বন্ধ থাকছে ৯ দিন, রাজ্যে কবে?
নিজস্ব প্রতিবেদন: ব্যাঙ্কের কাজ থাকলে ফেলে রাখবেন না। কারণ এ মাসে ৯ দিন থাকছে ব্যাঙ্ক বন্ধ। তার উপর দ্বিতীয় চতুর্থ শনিবারের সঙ্গে তো থাকছে রবিবারও।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ক্যালেন্ডার ওয়েবসাইটে দিয়েছে, তাতে দেখা যাচ্ছে মূলত অনুষ্ঠানের দিনগুলিতেই বন্ধ থাকছে। তবে যে রাজ্যে যে অনুষ্ঠান সেই মোতাবেক বন্ধ থাকবে ব্যাঙ্ক।
রিজার্ভ ব্যাঙ্কের তালিকা বলছে ৯ দিন বন্ধ থাকবে।
৩১ তারিখ অর্থবর্ষের শেষ দিন ও পয়লা এপ্রিল পরবর্তী অর্থবর্ষের প্রথম দিন হওয়ায় ব্যাঙ্ক খোলা থাকলেও গ্রাহকেরা কোনওরকম পরিষেবা পাবেন না। এটি অবশ্য প্রত্যেক বছরই ঘটে থাকে।
২ এপ্রিল গুড ফ্রাইডে এবং ৪ এপ্রিল রবিবার হওয়ায় ব্যাঙ্কের পরিষেবা পাওয়া যাবে না। কিন্তু ৩ তারিখ প্রথম শনিবার তাই ওই দিন ব্যাঙ্ক খোলা থাকবে।
এরপর থেকে পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবেই খোলা থাকবে ব্যাঙ্ক। তবে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রয়েছে----
বাবু জাগজিভান রামের জন্মতিথি-৫ এপ্রিল
তামিলনাড়ুতে ভোটের জন্য বন্ধ থাকবে - ৬ এপ্রিল
এছাড়া ১৩ এপ্রিল, ১৪ এপ্রিল, ১৫, ১৬ ও ২১ এপ্রিল বন্ধ থাকবে ব্যাঙ্ক।
যার মধ্যে পয়লা বৈশাখের জন্য পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে ব্যাঙ্ক।