Bank Holidays: এপ্রিলের অর্ধেক দিনই ব্যাংক বন্ধ! দেখে নিন গুরুত্বপূর্ণ কাজ কবে কবে করবেন...
আরবিআই ছুটির দিনগুলিকে দু'রকম ভাবে ভাগ করে-- 'জাতীয়' এবং 'আঞ্চলিক। জাতীয় ছুটির ক্ষেত্রে সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে আঞ্চলিক ছুটির দিনে শুধুমাত্র সেই নির্দিষ্ট অঞ্চলের শাখাগুলিই বন্ধ থাকে।
এবার দেখে নেওয়া যাক, কবে কবে ছুটি। আজ, ১ এপ্রিল, শনিবার অ্যাকাউন্ট ক্লোজিংয়ের দিন, বরাবরই এই দিনটিতে পাবলিক ডিলিংস বন্ধ থাকে। আর শনিবারের পরেরদিন ২ এপ্রিল রবিবার তো ব্যাংক বন্ধই। এরপর ৪ এপ্রিল (মঙ্গলবার) মহাবীর জয়ন্তী। বহু রাজ্য়ে দিনটিতে ব্যাংক বন্ধ।
৫ এপ্রিল, বুধবারও ব্যাংক বন্ধ। এদিন বাবু জগজীবন রামের জন্মতিথি। তবে এই ছুটিটা শুধু হায়দরাবাদে। পরদিন ৭ এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে। এদিনটিও ব্যাংক বন্ধ। এর পর ৮ এপ্রিল, এটি সেকেন্ড সাটারডে। পরদিন ৯ এপ্রিল, রবিবারের ছুটি।
এর পর কয়েকদিন টানা ব্যাংক খোলা। আবার ছুটি ১৪ এপ্রিল শুক্রবার, এদিন অম্বেদকর জয়ন্তী। এছাড়াও এদিন রয়েছে বোহাগ বিহু, চেরাওবা, বৈশাখী, তামিল নববর্ষ, মহা বিসুভা সংক্রান্তি, বিজু, বুইসু প্রভৃতি অনুষ্ঠান। যার জেরে বিভিন্ন জায়গায় ছুটি। পরদিন ১৫ এপ্রিল শনিবার বাংলা নববর্ষ। ১৬ এপ্রিল রবিবার।
এর পরে ১৮ এপ্রিল মঙ্গলবার শব-ই-কদর। এটি জম্মু ও শ্রীনগরে পালিত হয়। সেখানেই ছুটি। এর পর ২১ এপ্রিল শুক্রবার) ইদ-উল-ফিতর। দেশের বহু জায়গায় ব্যাংক বন্ধ। ২২ এপ্রিল শনিবার রমজান ইদ।
এর পরে এ মাসে আর দুটি ছুটি-- ২৩ এপ্রিল এবং ৩০ এপ্রিল। দুটিই রবিবার।