টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, সেরে নিন জরুরি কাজ
হাতে নগদ টাকা তেমন নেই অথবা ব্যাঙ্কের জরুরি কাজকর্ম বাকি?
বুধবারের আগেই কাজ সেরে নিতে হবে যাবতীয় কাজকর্ম।
বুধবারের পর টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে দরকারি কাজ করতে পারবেন না গ্রাহকরা।
বৃহস্পতিবার অর্থাত্ ২৯ মার্চ মহাবীর জয়ন্তী। তবে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। উত্তরপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যে ওই দিন ব্যাঙ্কে ছুটি।
শুক্রবার গুড ফ্রাই ডে।
শনি ও রবিবার ব্যাঙ্কের ছুটি।
১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। ফলে ২ এপ্রিল অর্থাত্ সোমবার ব্যাঙ্কের বার্ষিক ছুটি।
সবমিলিয়ে সামনের বুধবারের পর থেকে লম্বা ছুটিতে ব্যাঙ্ক। খুলবে একেবারে পরের সপ্তাহের মঙ্গলবার।
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম খোলা থাকবে।
কথায় বলে সাবধানের মার নেই। ব্যাঙ্কে টানা ছুটি থাকায় এটিএমে নগদের ঘাটতিও দেখা দিতে পারে। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিন...