এটিএম-এ আর জালিয়াতি করা যাবে না, বসছে উন্নত মেশিন
দুশ্চিন্তার আর কোনও কারণ নেই। এবার থেকে নিরাপদেই এটিএম পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
সাম্প্রতিক সময়ে স্কিমিং পদ্ধতি ব্যবহার করে যেভাবে উপভোক্তাদের অ্যাকাউন্ট খালি করেছে জালিয়াতরা, এবার সেটা আর করা যাবে না। ক্লোনিং বা স্কিমিং-এর মাধ্যমে যাতে আর কোনও উপভোক্তার লোকসান না হয়, সেই ব্যবস্থাই নিচ্ছে দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলো।
এটিএম-এ বসতে চলেছে অ্যান্টি স্কিমিং মেশিন। যার মাধ্যমে আর্থিক লেনদেনে আর কোনও ঝুঁকিই থাকবে না উপভোক্তাদের।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশে এটিএম-এ অ্যান্টি স্কিমিং মেশিন বসাতে চলেছে এসবিআই, এইচডিএফসি, ইউবিআই-র মতো ব্যাঙ্কগুলো।
বিশেষ করে কলকাতার নাগরিকদের জন্য সুখবর এটাই, পুজোর আগেই শহরের ১১ হাজারেরও বেশি এটিএম-এ অ্যান্টি স্কিমিং মেশিন বসানোর কাজ সম্পূর্ণ করা হবে বলে জানা যাচ্ছে।
শহরের ৪০ শতাংশ এটিএম-এ ইতিমধ্যেই এই মেশিন লাগানো রয়েছে।
এইচডিএফসি ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, তাঁদের ৯০ শতাংশ এটিএম-এ এই ব্যবস্থা রয়েছে।
ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ক্ষেত্রে সংখ্যাটা অনেকটাই কম হলেও এখনও পর্যন্ত শহরের ৫০ শতাংশ এটিএম-এ অ্যান্টি স্কিমিং মেশিনের বন্দোবস্ত করতে পেরেছে তাঁরা।
প্রসঙ্গত, শহরের সব এটিএম-এ অ্যান্টি স্কিমিং মেশিন বসানোর নির্দেশ দিয়েছে আরবিআই। এবং এই কাজ সম্পন্ন করতে হবে ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে।