চলতি মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১০দিন, জেনে নিন বাংলায় কবে কবে?

Wed, 02 Dec 2020-11:10 am,

নিজস্ব প্রতিবেদন: বড়দিনের ছুটির পাশাপাশি ডিসেম্বরে রয়েছে আরও বেশ কিছু ছুটি। ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্কের হিসেব অনুযায়ী দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১০দিন। বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবকে মাথায় রেখে ছুটির তালিকা তৈরি করা হয়েছে। 

সমস্ত ছুটির বেশ কিছু সারা দেশের ব্যাঙ্কের জন্যই প্রযোজ্য।  ডিসেম্বরে ব্যাঙ্ক ছুটির তালিকায় চারটি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার তো আছেই। 

পাশাপাশি রয়েছে, ৩ ডিসেম্বর, ১২ই ডিসেম্বর, ১৭ই ডিসেম্বর,১৮ই ডিসেম্বর,১৯শে ডিসেম্বর,২৪শে ডিসেম্বর,২৫শে ডিসেম্বর,২৬শে ডিসেম্বর,৩০শে ডিসেম্বর,৩১শে ডিসেম্বর। 

কিন্তু এই ছুটি গুলির মধ্যে রয়েছে স্থানীয় উৎসব মেনে রাজ্যের ছুটি।  পশ্চিমবঙ্গে পাওয়া যাাবে না ১০ ছুটির মধ্যে বেশ কিছু ছুটি। 

 

৬, ১৩, ২০ এবং ২৭ ডিসেম্বর দিনগুলি রবিবার ৷ পাশাপাশি দ্বিতীয় শনিবার পড়েছে ১২ ডিসেম্বর এবং চতুর্থ শনিবার হল ২৬ ডিসেম্বর ৷ 

অর্থাৎ ২৫, ২৬, ২৭ ডিসেম্বর টানা ব্যাঙ্ক বন্ধ থাকবে।  

 

ছুটির দিনগুলোয় অনলাইনে ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং করা যাবে। এটিএম-ও খোলা থাকবে। রাজ্যে ৩, ১২, ১৭, ১৮,১৯ দিন খোলা থাকবে ব্যাঙ্ক। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link