Bankura: গোমূত্র দিয়ে চাষেই ফলছে সোনার ফসল! ব্যাপক লাভ কৃষকদের...
মৃত্যুঞ্জয় দাস: কোনও রাসায়নিক সার নয়, গোমূত্র দিয়ে চাষেই ফলছে সোনা! ব্যাপক ফলন ও লাভের মুখ দেখছেন ছাতনা ব্লকের কৃষকেরা।
বাঁকুড়া ছাতনা ব্লকের হরিবান্ধি গ্রামের শতাধিক পরিবার এখন চাষের জমিতে গোমূত্র ও জৈব সার ব্যবহার করছে। আর তাতেই বিঘের পর বিঘে সোনার ফসল ফলছে।
একটা সময় বহু অর্থ ব্যয় করে, কখনও কখনও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে রাসায়নিক সার কিনে তা ব্যবহার করতেন চাষের জমিতে। তাতে ফলন মোটামুটি হলেও তা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতি।
পরবর্তী সময়ে বাঁকুড়া ছাতনা ব্লকের আদিবাসী অধ্যুষিত হরিবান্ধি গ্রামের মানুষদের জমিতে কীটনাশক ছাড়া চাষের সহজ উপায় ও অল্প খরচে চাষ করার পদ্ধতি শেখানো হয়।
জমিতে ধান চাষ থেকে শুরু করে সবজি চাষে গোমূত্র, গোবর ও নিম তেল ব্যবহার করতে শুরু করে এলাকার কৃষকরা। আর তাতেই ব্যাপক ফলন দেখে অবাক কৃষকরা।
বর্তমানে এলাকার শতাধিক কৃষক পরিবার এখন রাসায়নিক সার ছেড়ে গোমূত্র,গোবর ও নিম তেল ব্যবহার করে ফলাচ্ছেন বিঘের পর বিঘে ফসল।
তাতে একদিকে যেমন কীটনাশক ব্যবহার না করে অতি কম খরচে ফসল ফলাচ্ছেন। অন্যদিকে তেমন-ই পুষ্টিকর আহারও পাচ্ছেন তারা।