Bappi Lahiri: বাপ্পি লাহিড়ির বেনজির কীর্তি, নাম রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার চোখের জলে বিদায় নিলেন বাপ্পি লাহিড়ি। মাত্র ৩ বছর বয়সে সংগীতে হাতে খড়ি হয়েছিল তাঁর। তবলা বাজানো শেখা শুরু করেছিলেন বাপ্পি।
বাপ্পির মামা ছিলেন কিশোর কুমার। তাঁর ডাকেই বলিউডে পাড়ি দিয়েছিলেন বাপ্পি।
মাত্র ১৭ বছর বয়সে কেরিয়ার শুরু করেন এই সংগীত পরিচালক। তাঁর প্রথম সুপারহিট গান আও তুমহে চাঁদ পে লে যায়ে গেয়েছিলেন লতা মঙ্গেশকর।
তিনি একমাত্র ভারতীয় সংগীত পরিচালক যাঁকে নিজের কনসার্টে আমন্ত্রণ করেছিলেন মাইকেল জ্যাকসন।
বাপ্পি লাহিড়ির বিখ্যাত গান জিমি জিমি আজা আজা ব্যবহার করা হয়েছিল অ্যাডাম স্যানডলারের ছবি ইউ ডোন্ট মেস উইথ দ্য জোহানে। মোয়ানা ছবিতে গান গেয়েছেন তিনি।
১৯৬৯ থেকে ২০০৬ অবধি নিজের ছাড়া আর কোনও সংগীত পরিচালকের সুরে গান গাননি তিনি। ২০০৬ সালে প্রথম বিশাল শেখরের সুরে ট্যাক্সি নম্বর ৯২১১-এ গান গেয়েছিলেন তিনি।
১৯৮৬ সালে একবছরে ৩৩ টি ছবিতে ১৮০টি গান সুর করেছিলেন বাপ্পি লাহিড়ি, তার এই বেনজির কীর্তির জন্য তাঁর নাম ওঠে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।