UCL 2018-19: ম্যান ইউকে হারাল মেসিরা, আটকে গেল রোনাল্ডোরা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে প্রথম লেগে বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা।
ম্যাচের ১৩ মিনিটে লুক শ-র আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
৩১ মিনিটে ক্রিস স্মলিংয়ের ট্যাকেলে নাকে আঘাত পান মেসি। রক্ত পড়তে দেখা যায় লিওর নাক থেকে। তবে কিছুক্ষণ চিকিৎসার পর ফের মাঠে ফিরে আসেন তিনি।
গোল শোধের মরিয়া চেষ্টা চালালেও সমতা ফেরাতে পারেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১-০ গোলে হারল তারা। সেই সঙ্গে ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের খরা কাটাল বার্সা।
এদিন অন্য ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল আয়াক্স আমস্টারডাম ও জুভেন্টাস।
বিরতির ঠিক আগে ৪৫ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস।
বিরতির পরেই দাভিদ নেরেসের গোলে সমতায় ফেরে আয়াক্স।
প্রথম লেগ ১-১ গোলে শেষ হল। ফিরতি পর্বে তুরিনে ১৬ তারিখ মুখোমুখি হবে দুই দল।