Bardhaman Purba Lok Sabha Election 2024: ভোট দিতে আসা মহিলাকে `শাড়ি খুলতে` বলল পুলিস! তীব্র উত্তেজনা বর্ধমানে...

SUDESHNA PAUL Mon, 13 May 2024-2:47 pm,

সঞ্জয় রাজবংশী: ভোট দিতে আসা মহিলাকে 'শাড়ি খুলতে' বলল পুলিস! আর তাই নিয়েই তুঙ্গে বিতর্ক। ঘটনা বর্ধমান পূর্বের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদপুর জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ নম্বর বুথে। 

 

লক্ষ্মী ভান্ডারের শাড়ি পড়ে আসায় তৃণমূল কংগ্রেসের এক মহিলা কর্মীকে শাড়ি খুলে অন্য শাড়ি পড়ে আসতে বলেন সেখানে কর্তব্যরত পুলিসকর্মীরা।

 

এরপরই পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিকের সাথে  এই নিয়ে তর্কবিতর্ক শুরু হয়ে যায় কর্তব্যরত পুলিসকর্মীদের। 

 

দিলীপবাবু বলেন, এখানে কোনও পার্টির সিম্বল নেই। এটি একটি সরকারি প্রকল্প। আর সেটাতে আপত্তি কীসের? কেন-ই বা উনি শাড়ি খুলে অন্য শাড়ি পরে আসার কথা বলবেন? 

 

যদিও এপ্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতার অভিযোগ, ভোট দিয়ে উনি বেরিয়ে এলে কোনও সমস্যা নেই। কিন্তু ওই শাড়ি পড়ে বার বারই তিনি ভোটকেন্দ্রের সামনে ঘোরাঘুরি করছিলেন। এতে ভোট প্রভাবিত হতে পারে, তাই আমরা অভিযোগ জানিয়েছিলাম।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link