EXPLAINED | Highest T20 Total | SMAT: ২০ ওভারে ৩৪৯ রান! উড়ল ৩৭ ছয়, বিষ্যুত্বারে বিশ্বরেকর্ড ভারতেই...
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল বরোদা-সিকিম। ইন্দোরের এমারল্ড হাই স্কুল গ্রাউন্ডে, খেলা শুরুর আগেও ভাবা যায়নি যে, এমন কিছু ঘটতে চলেছে। টস জিতে বরোদা প্রথমে ব্যাট করে বরোদা তুলল ২০ ওভারে ৩৪৯ রান! ঠিকই পড়লেন। ক্রুনাল পান্ডিয়ার দল লিখে ফেলল ইতিহাস!
বরোদা-সিকিমের খেলার আগে টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড ছিল জিম্বাবোয়ের। তারা চলতি বছর অক্টোবরে নাইরোবিতে, গাম্বিয়ার বিরুদ্ধে ৪ উইকেটে ৩৪৪ রান তুলেছিল। কিন্তু এখন বরোদাই সবার আগে। জিম্বাবোয়ে চলে গেল দুয়ে! ক্রুনাল কোম্পানি বিষ্যুত্বারে করে ফেলল বিশ্বরেকর্ড
এক টি-টোয়েন্টি ইনিংসে, সবচেয়ে ছয় মারার বিশ্বরেকর্ড ছিল জিম্বাবোয়েরই। গাম্বিয়ার বিরুদ্ধে তারা ২৭ ছক্কা হাঁকিয়েছিল। জিম্বাবোয়ের সেই রেকর্ডও এদিন ভেঙে ফেলল বরোদা। মানে একই দিনে জিম্বাবোয়ের দুই বিশ্বরেকর্ড কাড়ল ক্রুনালের টিম।
বরোদা বনাম সিকিমের খেলার স্কোরও জেনে নিন ছোট করে। বরোদা এদিন ব্যাট করতে নেমে ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে ফেলেছিল। ওপেনার অভিমন্য়ু সিং ১৭ বলে ঝোড়ো ৫৩ রানের ইনিংস খেলে ফেরেন। অপর ওপেনার শ্বাশ্বত রাওয়াত ১৬ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন। তিনে নেমে ভানু পানিয়া তাণ্ডবলীলা চালিয়েছেন। ৫১ বলে অপরাজিত ১৩৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৫টি ছয় ও ৫টি চার মেরেছেন তিনি। চারে নামা শিবালিক শর্মা (১৭ বলে ৫৫) ও পাঁচে নামা ভি সোলাঙ্কি (১৬ বলে ৫০) অর্ধ-শতরানের ইনিংস খেলেছেন। বরোদার রান তাড়া করতে নেমে সিকিম মাত্র ৮৬ রানে গুটিয়ে যায়। বরোদা জেতে ২৬৩ রানে।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের তালিকাটি একবার দেখে নিন