Mauni Amavasya 2025: মৌনী অমাবস্যায় মহাকুম্ভে স্নান করলে যে সব পুণ্য আপনার হাতের মুঠোয়...

Tue, 28 Jan 2025-6:09 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। একযুগ অর্থাত্‍ বারো বছর পরে-পরে আসে এই মহালগ্ন। এবার মহাকুম্ভের সঙ্গে মিলিত হবে বিরল মৌনী অম্যাবস্যায় ত্রিবেণী যোগ। এদিন সূর্য, চন্দ্র, বুধ মকর রাশিতে মিলিত হয়ে ত্রিগ্রহী ও ত্রিবেণী যোগ গঠন করছে।

মৌনী অম্যাবস্যায় অর্থাত্‍ আজ প্রয়াগরাজে পুণ্যলাভের জন্য ৩.৯০ কোটির বেশি পুণ্যার্থী ডুব দিয়েছেন। ১৩ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ১৪.৭৬ কোটি মানুষ স্নান করেছেন। 

 

বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসে অমাবস্যা তিথি, অর্থাৎ মাঘী অমাবস্যার দিনটি মৌনী অমাবস্যা নামে পরিচিত।  

 

এদিন অনেকেই উপবাস রেখে স্নান করেন। পঞ্জিকা অনুসারে মাঘী অমাবস্যা পড়ছে ২৮ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার সন্ধে ৭টা ৩২ মিনিটে। অমাবস্যা ছেড়ে যাবে ২৯ জানুয়ারি ২০২৫ সন্ধে ৬টা ৫ মিনিটে। মৌনী অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত থাকবে ২৯ জানুয়ারি ভোর ৫টা ২৫ মিনিট থেকে ভোর ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

মৌনী অম্যাবস্যায় মহাকুম্ভে স্নান করলে ৩ রাশির জাতকদের ভাগ্যের চাবিকাঠি খুলে যাবে।

মহাকুম্ভে ত্রিবেণী যোগে স্নান করলে বৃষের জন্য উপকারী হতে পারে। কারণ এই যোগ নবম ঘরে তৈরি হবে। তাই এই সময়ে ধর্মীয় ও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও পৈতৃক সম্পত্তি থেকে সুবিধা পাবেন। কর্মজীবীদের জন্য সময় ভালো যাবে। তারা তাদের কর্মক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন। ব্যবসার জন্য ভ্রমণ করতে পারেন। 

মকর রাশির মানুষের জন্য শুভ হতে পারে। কারণ এই রাশির আরোহণ গৃহে থাকবে ত্রিবেণী। তাই এ সময় ব্যক্তিত্ব সামনে আসবে। এই সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে অনেক অগ্রগতি হতে পারে। সাফল্যের নতুন সুযোগ আসবে, যা আপনার জন্য ফলদায়ক। মানুষের মধ্যে আপনার একটা বিশেষ পরিচয় গড়ে উঠবে। জীবনে ইতিবাচক পরিবর্তনও দেখতে পাবেন। পেশাদাররাও এই সময়ের মধ্যে প্রচুর উপকৃত হবেন। বিবাহিত জীবন সুন্দর হবে।

 

ত্রিবেণী যোগ গঠন তুলা রাশির জন্য অনুকূল হতে পারে। কারণ এই যোগ রাশির ৪র্থ ঘরে তৈরি হবে। তাই এই সময়ে বৈষয়িক সুখ পেতে পারেন। এছাড়াও এই সময়ে একটি যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন। সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। আরাম উপভোগ করতে পারেন। কর্মরত ব্যক্তিরা কর্মস্থলে কিছু নতুন দায়িত্ব পেতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link