ধোনিকে চুক্তি থেকে বাদ দিল বোর্ড, গুলি করে দুশ্চিন্তা ওড়ালেন ক্যাপ্টেন কুল
প্রয়োজন ফুরিয়েছে তাঁর! কেরিয়ারের শেষ লগ্নে এসে এটাই কি প্রাপ্য ছিল এম এস ধোনির! বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি ধোনিকে। আর এরই মাঝে বিসিসিআই তাঁকে সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে বাদ দিয়ে দিল। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে মনে করা হচ্ছে, জাতীয় দলের ফেরার রাস্তা ধোনির জন্য আরও কঠিন হয়ে দাঁড়াল।
বৃহস্পতিবার বোর্ড-এর প্রকাশিত চুক্তির তালিকায় ধোনি ছিলেন না। এমন দিনে ধোনির জায়গায় অন্য কোনও ক্রিকেটার থাকলে কী করতেন! সেটা বলা মুশকিল। তবে ধোনি নির্বিবাদী, নির্লিপ্ত রইলেন। এমন দিনেও!
একের পর এক সিরিজ খেলছে ভারত। কিন্তু ধোনি নেই। বিশ্বকাপের পর থেকে তিনি ছুটিতে। কখনও সেনার ডিউটি করেছেন। কখনও আবার তাঁকে দেখা গিয়েছে রাঁচি স্টেডিয়ামে ট্রেনিং করতে। পরিবারের সঙ্গেও চুটিয়ে সময় কাটাচ্ছেন ধোনি।
ধোনি জানুয়ারিতে ক্রিকেটে ফিরবেন বলে জানা গিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজেও ধোনি খেলেননি। কবে নাগাদ তিনি মাঠে নামবেন তাও স্পষ্টভাবে জানা যায়নি। প্রকট হচ্ছে ধোনির অবসরের জল্পনা।
বোর্ডের চুক্তি থেকে বাদ পড়ার দিন ধোনি কিন্তু দুশ্চিন্তা ওড়ালেন গুলি করে। জেএসসিএ স্টেডিয়ামের শুটিং রেঞ্জে দেখা গেল ধোনিকে। তিনি একাগ্র হয়ে বন্দুক তাক করে রয়েছেন। ক্রিকেট থেকে দূরে। ক্রিকেটের কোনও খবরই যেন তাঁকে স্পর্শ করছে না।