বিশ্বকাপের পরেও চাকরি থাকছে শাস্ত্রীদের!
ইংল্যান্ডে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের পরেও রবি শাস্ত্রী, সঞ্জয় বাঙ্গার, ভরত অরুণ সহ পুরো কোচিং স্টাফকেই দায়িত্বে রেখে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সোমবার মুম্বইয়ে বোর্ডের বৈঠকে কোচিং স্টাফদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই-এর প্রশাসনিক কমিটি।
বিশ্বকাপ শেষে ক্যারিবিয়ান সফরে যাবে ভারতীয় দল। ক্যারিবিয়ান সফর পর্যন্ত পুরো কোচিং স্টাফকে রেখে দিচ্ছে বিসিসিআই।
বিশ্বকাপে কোহলিদের পারফরম্যান্স দেখেই শাস্ত্রী-বাঙ্গারদের ভবিষ্যত্ নিয়ে বৈঠকে বসবে বোর্ড।
সেক্ষেত্রে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়তে পারে শাস্ত্রী অ্যান্ড কোম্পানির।