প্রশাসনের নির্দেশ উড়িয়ে চাকুলিয়ায় অস্ত্র নিয়ে শোভাযাত্রা রাম ভক্তদের
রাম নবমীর আগে শনিবারই শোভাযাত্রা করে উদযাপন করলেন রাম ভক্তরা। প্রশাসনের নির্দেশ সত্ত্বেও শোভাযাত্রাতে ধারালো অস্ত্র হাতে দেখা গেল যুবকদের।
ইতিমধ্যেই রাজ্যের কয়েকটি জায়গায় রাম নবমীর শোভাযাত্রায় অস্ত্রের ঝনঝনানি চোখে পড়েছে।
শনিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়াতেও একই ছবি। তরোয়াল, রামদার মত অস্ত্র দেখা গেল যুবকদের হাতে।
শনিবার সকালে কানকি স্টেশনের সামনে জমায়েত হন রাম ভক্তরা। সেখান থেকে শোভাযাত্রা শেষ হয় হনুমান মন্দিরে।
শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সের নারী পুরুষ।
শোভাযাত্রায় ১০ হাজারের বেশি ভক্ত উপস্থিত ছিলেন বলে দাবি উদোক্তাদের।