সাতসকালে বিকট শব্দে ঘুম ছুটল বাসিন্দাদের, ভয়াবহ বিস্ফোরণে তছনছ এলাকা
অয়ন ঘোষাল: সকাল সাড়ে ছটার সময় ভয়বহ বিস্ফোরণ বেলেঘাটায়. বিকট শব্দে ঘুম ভাঙে বাসিন্দাদের। বেলেঘাটা গান্ধী ভবনের কাছেই এই বিস্ফোরণ হয়েছে।
বিস্ফোরণে উড়ে গিয়েছে একটি বাড়ির ছাদ। তছনছ এলাকা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইটের টুকরো। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে পুলিস। ঠিক কী থেকে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে এখনও পর্যন্ত দু-রকম মত পাওয়া গিয়েছে। ক্লাবের সদস্যরা বলছেন সকালে বাইকে চড়ে দু-জন বহিরাগত আসে এলাকায়। বিস্ফোরণ ঘটায় এবং চম্পট দেয়। তবে অন্যদ বলছেন ওই ক্লাবেই রাখা ছিল বিস্ফোরক। যদিও কোনটি সত্যি তা এখনও জানা যায়নি।
কনস্ট্রাকশনের জেরে বোমা মজুত রাখা ছিল না কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় কোনও বিবাদে ক্লাবকে টার্গেট করা হয়েছিল কিনা সেই বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না পুলিস।
ক্লাবে বোমা রাখা ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিস। ঘটনাস্থলে পৌঁছেছে ডিসি ই এস ডি অজয় প্রসাদ। তিনি জানিয়েছেন, "আমরা তদন্ত করছি। বোম্ব স্কোয়াড এসেছে। ফরেন্সিক আসছে।" এর বেশি আর কোনও মন্তব্য করেননি তিনি।
ঘটনাস্থলে স্নিফার ডগ আনা হয়েছে।