৮২ দিন পর খুলল বেলুড় মঠ, প্রবেশের আগে কী কী বিধি নিষেধ মানা হচ্ছে জেনে নিন
প্রিতম দে: বিরাশি দিন পর! ভক্তদের জন্য সোমবার থেকে খুলল বেলুড় মঠ। সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত অনুমতির প্রবেশ দেওয়া হচ্ছে।
প্রত্যেক দর্শনার্থীর মাস্ক পরা বাধ্যতামূলক। বেলুড় মঠের মূল ফটকের সামনে বসানো হয়েছে স্যানেটাইজার মেশিন।
কড়া বিধিনিষেধের মাধ্যমে দর্শনার্থীদের বেলুড় মঠে প্রবেশ করানো হচ্ছে।
বেলুড় মঠের সব জায়গায় এখনই প্রবেশ নয় বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। রামকৃষ্ণ মন্দির, ব্রহ্মানন্দ মন্দির, সারদা ও বিবেকানন্দের মন্দিরে আপতত খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য।
কড়া নিরাপত্তা মঠের বাইরেও। মূল ফটক থেকে প্রায় ৪০ ফুট লম্বা শামিয়ানার নীচে সোশ্যাল ডিসটেন্স মেনে লাইনে দাঁড় করানোর ব্যবস্থা করা হয়েছে।
দর্শনার্থীর সুরক্ষার দায়িত্ব কাধেঁ তুলে নিয়েছেন মঠের সাধুরাই। তাঁরাই করছে থার্মাল স্ক্রিনিং। শরীরের তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে বেশি থাকলে ঢুকতে দেওয়া হচ্ছে না।
বেলুড় মঠ খুললেও বাগবাজারে সারদামণির বাড়ি, উদ্বোধন কার্যলয় ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বুধবার বেলুড় মঠ পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধি দল। শনিবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় দক্ষিণেশ্বর মন্দিরও।