ডিসেম্বরের শুরুতেই দিঘায় শিল্প সম্মেলন, বাংলায় বিনিয়োগের আহ্বান অমিতের
সুতপা সেন: ২০২০ সালের শুরুতে হওয়ার কথা ছিল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। কিন্তু তা এগিয়ে আনা হল চলতি বছরের ডিসেম্বরে।
১১ ও ১২ ডিসেম্বর দিঘার নতুন কনভেনশেন সেন্টারে বসতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের শিল্প সম্মেলন।
বুধবার নবান্নের সভা ঘরে 'ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ইন বেঙ্গল' শীর্ষক বৈঠকে ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, অর্থসচিব-সহ পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও আধিকারিকরা। ছিলেন রাজ্যের প্রথম সারির শিল্পপতিরা। কলকাতায় বিদেশি দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ওই সভায়।
ওই বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের সামনে রাজ্যে বিনিয়োগের অনুকূল পরিবেশের কথা তুলে ধরেন অমিত মিত্র। রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানান তিনি।
ক্ষমতায় আসার পর রাজ্যে বিনিয়োগ টানার লক্ষ্যে বেঙ্গল বিজনেস সামিট শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা অবশ্য শিল্প সম্মেলন নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছে। তাদের দাবি, কত বিনিয়োগ রাজ্যে হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার।