ফের একজোট! পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে রাজ্যজুড়ে প্রতিবাদ-মিছিল বাম-কংগ্রেসের

Mon, 29 Jun 2020-7:05 pm,

অঞ্জন রায়: আকাশ ছোঁয়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে একজোট হয়ে পথে নামল বাম-কংগ্রেস। কার্যত অনেকদিন পরই হাতে-হাত ধরে বিরোধী দুই দল রাস্তায়।

করোনা পরিস্থিতিতে মন্দা বাজার। অর্থনীতি ধুঁকছে। কাজ হারিয়েছেন প্রচুর মানুষ। কিন্তু পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে।

কোথাও কোথাও ডিজেলের দাম ছাপিয়ে গেছে পেট্রোলের থেকে। কেন্দ্রের এই নীতির প্রতিবাদে রাস্তায় দেখা গেল বিমান বসু, সোমেন মিত্রদের।

রাজ্যজুড়েও বিক্ষোভ-মিছিল প্রদর্শন করেন বাম-কংগ্রসের কর্মীরা। শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন জায়গায় পেট্রোপণ্যের দাবি বিক্ষোভ প্রদর্শন হয়।

দিল্লি, বেঙ্গালুরু-সহ একাধিক শহরে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান। দিল্লি পুলিস গ্রেফতারও করেছে বেশ কিছু কর্মীকে।

বেঙ্গালুরুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সাইকেলে চড়ে প্রতিবাদ-মিছিলে যোগদান করেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link