বাংলার রসগোল্লার গরিমায় ভাগ বসাতে পারল না ওডিশা, খারিজ হল মামলা

Subhankar Mitra Thu, 31 Oct 2019-4:19 pm,

নিজস্ব প্রতিবেদন: বাংলার রসগোল্লার গরিমায় ভাগ বসাতে পারল না ওডিশা। সে রাজ্যের আবেদন খারিজ হয়ে গেল চেন্নাইয়ের জিওগ্র্যাফিকাল আইডেন্টিফিকেশন আদালতে। 

২০১৭ সালের নভেম্বরে রসগোল্লা আবিষ্কারে জিআই তকমা পায় বাংলা। অতিসম্প্রতি জিআই পেয়েছে ওডিশাও।

ওডিয়া গবেষক অসিত মোহান্তি দাবি করেন, তুলসীদাসী রামায়ণের আগে ওডিশার কবি বলরাম দাসের ডান্ডি রামায়ণে উল্লেখ রয়েছে রসগোল্লার। ১২ শতকে জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার সময়ে রসগোল্লা বিতরণের প্রথা চালু ছিল। 

বাংলার রসগোল্লায় জিআই তকমা চ্যালেঞ্জ করে  চেন্নাইয়ের জিওগ্র্যাফিকাল আইডেন্টিফিকেশন কর্তৃপক্ষের দ্বারস্থ হয় ওডিশা।

৩০ দিনের মধ্যে যাবতীয় তথ্য পেশ করতে হতো তাদের। কিন্তু ৪০ দিন পার হয়ে গেলেও তা করতে পারেনি ওডিশা সরকার। 

রাজ্যের আইনজীবী শুভতোষ মজুমদার জানান, ৪০ দিন পার হয়ে যাওয়ায় পরও ওডিশা প্রয়োজনীয় তথ্য দিতে পারেনি। টেকনিক্যাল কারণেই মামলা খারিজ হয়ে গিয়েছে। 

তবে এরপরও উচ্চতর আদালতে আবেদন করার সুযোগ রয়েছে ওডিশা সরকারের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link