KIO: সারা ভারত ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বেঙ্গল টিমের নজর কাড়া পারফরম্যান্স...

Debasmita Das Wed, 29 Nov 2023-6:53 pm,

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: KIO অল ইন্ডিয়া জোনাল এবং সাব-জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বাংলার দলের অসাধারণ পারফরম্যান্স চোখে পড়ার মতো। ক্যারাটে অ্যাসোশিয়েশন অফ দিল্লিই আয়োজন করেছিল এই প্রতিযোগিতার।

গত ১৭-১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল KIO অল ইন্ডিয়া জোনাল এবং সাব-জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। নিউ দিল্লির তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই চ্যাম্পিয়নশিপ। প্রতিবছরের মতো এবারও যোগদান করার জন্য প্রতি দলকে ২৭৫০০০ টাকা করে দেওয়া হয়েছিল।

প্রেসিডেন্ট হংসী প্রেমজিৎ সেন এবং জেনারেল সেক্রেটারি হংসী জয়দেব মন্ডল-এর নেতৃত্বে ক্যারাটে ডু অ্য়াসোশিয়েশন অফ বেঙ্গল অসাধারণ পরফরম্যান্স দিয়েছে। মুখ্য কোচ শিহান সুভাষ মিত্র-এর কথাও বাদ দেওয়া যায় না।

সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ৭ বছর বয়সী রিওম চ্যাটার্জী জিতে নিলেন ব্রোঞ্চ মেডেল। সব সিনিয়র টেকনিকাল সদস্যদেরকেও শুভেচ্ছা জানানো হয়েছে যারা সেই জায়গায় রিওম চ্যাটার্জীকে রক্ষণাবেক্ষণ করেছেন।

সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এই দল মোট ৪ টি সোনা, ৩ টি রুপো এবং ১৩ টি ব্রোঞ্চ পেয়েছেন। এবং অল ইন্ডিয়া জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে মোট ১১ টি সোনা, ৭ টি রুপো এবং ৯টি ব্রোঞ্চ জিতে নিয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link