West Bengal Weather Update: অসহ্য! স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি বেশি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা? বৃষ্টি কবে?
সোমনাথ দত্ত বলছেন, আগামী ২২ এপ্রিলের আগে দক্ষিণবঙ্গে এই দাবদাহের কোনো সুরাহা নেই। ১৯, ২০ ও ২১ এপ্রিলে দক্ষিণের সমস্ত জেলায় তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি থাকবে। (তথ্য: অয়ন ঘোষাল)
২২ এপ্রিল দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় খুব হালকা দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। (তথ্য: অয়ন ঘোষাল)
তবে তার জেরে তাপমাত্রার পারদের খুব একটা তাৎপর্যপূর্ণ পতনের আশা নেই। (তথ্য: অয়ন ঘোষাল)
গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘণ্টায় স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি পারদ উত্থান। (তথ্য: অয়ন ঘোষাল)
পশ্চিমের জেলায় এই উত্থানের মাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত হতে পারে! (তথ্য: অয়ন ঘোষাল)
এমনকি দু'এক জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি পর্যন্ত বেশি হতে পারে! (তথ্য: অয়ন ঘোষাল)
উত্তরবঙ্গের উপরের দিকের জেলায় আগামী কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সঙ্গে থাকতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার সর্বোচ্চ গতির দমকা হাওয়া। আবার উত্তরবঙ্গের সমতলের জেলায় পারদের অস্বাভাবিক উত্থানই বজায় থাকবে। (তথ্য: অয়ন ঘোষাল)