Ditipriya Roy: প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া! কে তাঁর মনের মানুষ?

Wed, 27 Mar 2024-1:05 pm,

দোলের দিন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট নজর এড়ায়নি কারও। বসন্তে তাহলে মনের মানুষ খুঁজে পেয়েছেন অভিনেত্রী? দিতিপ্রিয়া রায়ের ছবি দেখে অনন্ত এমনটাই ধারণা করছিলেন সকলে। অবশেষে জানা গেল প্রেমে পড়েছেন 'রানি রাসমনি' অভিনেত্রী। 

আবির খেলে জানলার সামনে একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়েছিলেন যুগলে। তখনই তোলা এই ছবি। দিতিপ্রিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, প্রেম করছেন। 

তবে এখনই নাম-পেশা জানাতে চান না তিনি। দিতিপ্রিয়ার কথায়, কিছুদিন সময় নিয়ে নিজেই জানাব। আপাতত এর থেকে বেশি কিছু বলতে চান না তিনি। 

এর আগেই অভিনেত্রীর সঙ্গে সহ-অভিনেতাদের নাম জুড়ে নানা খবর প্রকাশ্যে এসেছে। বেশ কিছুদিন আগে অভিনেতা বিশ্ববসুর সঙ্গে দিতিপ্রিয়ার প্রেম নিয়ে গুঞ্জন উঠেছিল। তাই আর বিতর্ক বাড়াতে রাজি নন তিনি। 

 তবে দিতিপ্রিয়ার কাছের মানুষ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন। দিতিপ্রিয়া আপাতত ব্যস্ত সিনেমা এবং ওয়েব সিরিজের শ্যুটিংয়ে। 

বসন্তের ছোঁয়ায় তাঁর মনেও যে প্রেমের ফাগুন লেগেছে তা জানতে পেরে খুশি দিতিপ্রিয়ার অনুরাগীরা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link