মেকআপহীন চেহারায় আসলে কেমন দেখতে লাগে Mimi, Swastika, Paoli-র মতো তারকাদের?
বাড়িতে শরীরচর্চার সময় মেকআপহীন চেহারায় খোশমেজাজে লেন্সবন্দি মিমি চক্রবর্তী।
এক্কেবারে ঘরোয়া পোশাকে মেকআপহীন লুকে নিজেকে লেন্সবন্দী করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
মুখে মেকআপের চিহ্ন মাত্র নেই, মেকআপহীন লুকে পাওলি দামের সেলফি।
স্নানের পর মেকআপ ছাড়া লুকে নুসরতের সেলফি।
ছবিতে মেকআপ ছাড়াই বাড়িতে ঘরোয়া মেজাজে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়।
জিম করার সময় লেন্সবন্দি, মেকআপ ছাড়াই দিব্যি সুন্দরী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
ঘরোয়া মেজাজে নো মেকআপ লুকেও গর্জাস রুক্মিণী মৈত্র।
ছবির ডাবিংয়ে মেকআপ ছাড়াই ধরা দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
সুচিত্রা সেনের বড় নাতনী রাইমা এমনিই সুন্দরী, অনেকেই মনে করেন, তাঁকে খানিকটা দিদার মতো দেখতে। এই ছবিতে মেকআপহীন লুকে রাইমা সেন।
মধুমিতাকে অবশ্য মাঝেমধ্যেই মেকআপহীন লুকে দেখা যায়, পরনে জগার্স ও ক্রপ টপ, ন্যাচারাল লুক রাখতে মেকআপ করেননি মধুমিতা।
কাজের বাইরে বেশি মেকআপ করা পছন্দ করেন না কোয়েল মল্লিক। মেকআপ ছাড়াই ধরা দিলেন অভিনেত্রী।