লন্ডনের মাটিতে বাঙালির আধিপত্য, ইংরেজির পর দ্বিতীয় ভাষার তকমা বাংলাকে
নিজস্ব প্রতিবেদন: লন্ডনে ইংরেজির পর সবচেয়ে বেশি মানুষ কথা বলেন বাংলায়। দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা হিসেবে স্বীকৃতি পেল বাঙালির মাতৃভাষা।
তারপরেই রয়েছে পোলিস ও তুর্কি। বাংলা, পোলিস ও তুর্কি ভাষায় কথা বলেন ১ ,৬৫,৩১১ জন লন্ডনবাসী।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র, নাগরিকদের মধ্যে পারস্পরিক আত্মীয়তা তুলে ধরতে একটি সমীক্ষা করা হয়। ওই সমীক্ষাতেই বিদেশি ভাষা নিয়ে পরিসংখ্যান উঠে এসেছে। ইংরেজির পর বাংলা ভাষাতেই সবচেয়ে বেশি লোক কথা বলেন।
বাংলায় অফিসিয়ালভাবে বাংলাই দ্বিতীয় ভাষা। পরিসংখ্যান বলছে, ১০জন মধ্যে বাংলায় কথা বলেন একজন লন্ডনবাসী।
৭১,৬০৯ জন লন্ডননিবাসী বাংলায় কথা বলেন। তবে মাত্র ৩ শতাংশ ব্রিটিশ নাগরিক বাংলায় সড়গড়।