নববর্ষে বৈশাখী সাজে Subhashree Ganguly
১৪২৭ শেষে, আমরা বাঙালিরা এবার ১৪২৮-এর পথে। তবুও করোনার চোঙরাঙানিতে এবারও ১লা বৈশাখ উদযাপন যেন ম্রিয়মাণ। যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করেই নববর্ষ উদযাপন করছে বাঙালি। নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকালেই সকলকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
নববর্ষের সকালে লাল সালোয়ার কামিজে দেখা গিয়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সকলের উদ্দেশ্যে লিখেছেন 'শুভ নববর্ষ'।
বর্ষশুরুর সঙ্গেই গ্রীষ্মের চোখরাঙানিও থাকছে। তাই বৈশাখী সাজে হালকা লাল জামদানি শাড়িতে ভীষণই মানানসই শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
জমকালো সাজ নয়, বৈশাখী সাজে তাঁত-জামদানি, লিনেন-খাদি, প্রিন্টেড সুতির শাড়ি কিংবা ব্লক প্রিন্টও এক্কাবারেই পারফেক্ট।
সুতির খাদি শাড়ি, তাঁত-জামদানি, লিনেন-খাদি শাড়ির সঙ্গে হালকা বাঙালিয়ানায় ভরপুর সাজগোজও চলতে পারে। সেক্ষেত্রে ছোট 'টিপ আর হালা লিপস্টিক'-এর সঙ্গে হালকা গয়না এক্কেবারে পারফেক্ট।
মহিলাদের বৈশাখী সাজের সঙ্গে মিলিয়ে ছেলেদের ক্ষেত্রেও বৈশাখী সাজে সুতির পাঞ্জাবি ভীষণ মানানসই। এই ছবিতে রাজ-শুভশ্রীর সাজকে বৈশাখী সাজ হিসাবে এক্কেবারে পারফেক্ট বলতে পারেন।