দোল খেলুন ডিজিটালি
কী কী ধরণের ওয়াটস্যাপ জিআইএফ পাবেন?
'প্লে-স্টোর'-এ গিয়ে 'লর্ড শিবা' এবং 'মহা শিবরাত্রি' লিখে খুঁজলেই পেয়ে যাবেন ভগবান শ্রী কৃষ্ণ, শিব থাকুরের মত দেবতাদের জিআইএফ। ঈশ্বরে বিশ্বাস আছেন এমন কাউকে এই ধরণের ওয়াটস্যাপ জিআইএফ পাঠাতেই পারেন।
নিজের কাছের মানুষদের দোলের শুভেচ্ছা পাঠান ওয়াটস্যাপ স্টিকার দিয়ে। সুন্দর সুন্দর টেক্সট মেসেজ পাঠিয়ে শুভেচ্ছা জানান। পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে বাড়িতে সময় কাটান।
এবার জেনে নিন কীভাবে পাবেন হোলির স্টিকার. আপনি যদি স্মার্ট ফোন ব্যবহার করেন তাহলে 'প্লে-স্টোর'-র সাথে পরিচিত আছেন। আপনি সেখানে 'হোলি ওয়াটস্যাপ স্টিকার' লিখে খুঁজলেই পেয়ে যাবেন আপনার পছন্দের স্টিকার।
আপনার হোলি ওয়াটস্যাপ স্ট্যাটাসের মাধ্যমে আপনি, আপনার সমস্ত বন্ধুবান্ধবদের শুভেচ্ছা জানাতে পারেন।