BGT 2023: কে এল রাহুলকে ছেঁটে কি শুভমন সুযোগ দেওয়া হবে? ছবিতে দেখুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রথম একাদশ

Sabyasachi Bagchi Tue, 28 Feb 2023-4:34 pm,

নাগপুরে শতরান করার পর দিল্লিতেও রান পেয়েছিলেন দলের অধিনায়ক। তিনি প্রথম একাদশে অটোমেটিক চয়েস। ছবি: বিসিসিআই 

 

২০২১ সালে দক্ষিণ সফরে গিয়ে সেঞ্চুরিয়ান টেস্টে ১২৩ রান করেছিলেন কে এল রাহুল। এরপর থেকে তাঁর ব্যাট শান্ত। এরপর থেকে ৬টি টেস্টের ১২ ইনিংসে তাঁর ব্যাট শান্ত থেকেছে। এহেন কে এল রাহুল কি পরের টেস্টের দলে থাকবেন? উঠছে প্রশ্ন। ছবি: বিসিসিআই    

সব ফরম্যাটে রানের মধ্যে আছেন এই তরুণ। চলতি বছরের শুরু থেকে দারুণ ছন্দে রয়েছেন শুভমন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ২০৮ রান করার পর, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে করেছিলেন অপরাজিত ১২৬। এহেন শুভমন কি রোহিতের সঙ্গে ওপেন করবেন? সেটাই দেখার। ছবি: বিসিসিআই    

দিল্লিতে আয়োজিত সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল তাঁর কেরিয়ারের শততম টেস্ট। এখনও পর্যন্ত চলতি সিরিজে 'চে পুজারা'-রাও বড় রান পাননি। তবুও তাঁকে ছাড়া দল গড়া সম্ভব নয়। ছবি: বিসিসিআই    

তিন বছর ধরে টেস্ট ক্রিকেটে শতরানের মুখ দেখেননি। এমনকি চলতি সিরিজেও ভাঙাচোরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বড় রানের মুখ দেখেননি। পূজারার মতো বিরাটকে ছাড়াও প্রথম একাদশের বাইরে রাখা অসম্ভব। ছবি: বিসিসিআই 

দিল্লি টেস্টে সুযোগ পেলেও আহামরি পারফরম্যান্স করতে পারেননি। তবুও তাঁকে ফের একবার সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। ছবি: বিসিসিআই 

 

ব্যাটে বড় রান না পেলেও, কিপিং-এ নজর কেড়েছেন এই তরুণ। তাই দলে ঈশান কিশান থাকলেও, কোনা শ্রীকর ভরতের খেলার সম্ভাবনাই প্রবল। ছবি: বিসিসিআই 

বিরাট-পূজারার মতো অশ্বিনও অটোমেটিক চয়েস। চলতি সিরিজে এখনও পর্যন্ত ১৪টি উইকেট তুলে নিয়েছেন এই অভিজ্ঞ অফ স্পিনার। সঙ্গে লোয়ার অর্ডারে নেমে রান করছেন। তাই অশ্বিনের ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছে হোলকার স্টেডিয়াম। ছবি: বিসিসিআই 

পাঁচ মাস পর মাঠে নেমে গত দুটি টেস্টে ম্যাচের সেরা হয়েছেন জাদেজা। প্রথম টেস্টে দুই ইনিংসে ৮১ রানে ৭ উইকেট নেওয়ার পর চাপের মুখে করেছিলেন ৭০ রান। দিল্লিতেও দাপট দেখান 'স্যর জাদেজা'। দুই ইনিংসে মোট ১৪০ রানে ১০ উইকেট নেওয়ার পর করেছিলেন ২৬ রান। তাই জাড্ডুকে ছাড়া দল গড়া সম্ভব নয়। ছবি: বিসিসিআই 

অশ্বিন ও জাদেজার দাপটে গত দুটি টেস্টে মাত্র ১ উইকেট পেয়েছেন। তবে তাতে কি, মোক্ষম সময় বিপক্ষকে পিটিয়ে রান করেছেন অক্ষর। প্রথম টেস্টে ৮৪ রানের পর গত ম্যাচে করেছিলেন ৭৪ রান। তাই কুলদীপ যাদবের এই টেস্টে খেলার সম্ভাবনা খুবই কম। ছবি: বিসিসিআই 

স্পিন পিচেও আগুনে বোলিং করছেন 'সহেসপুর এক্সপ্রেস'। চলতি সিরিজে এখনও পর্যন্ত ৭টি উইকেট নিয়ে অজি ব্যাটারদের কাঁপুনি ধরিয়েছেন মহম্মদ শামি। তিনি এবার তৃতীয় টেস্টের জন্যও তৈরি। ছবি: বিসিসিআই 

চলতি সিরিজে একাধিক উইকেট না পেলেও দলকে ভালো সার্ভিস দিচ্ছেন। ফলে উমেশ যাদবের মতো সিনিয়র বোলারের অপেক্ষা বাড়ছে। তৃতীয় টেস্টেও হেড কোচ রাহুল দ্রাবিড় সম্ভবত সিরাজের উপরেই ভরসা রাখবেন। ছবি: বিসিসিআই 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link