Bhai Phonta 2024: রবিবার কতক্ষণ থাকছে ভাইফোঁটার তিথি? জেনে নিন অতি শুভ ১৩২ মিনিটের সময়কাল ক`টা থেকে শুরু...

Soumitra Sen Sat, 02 Nov 2024-12:18 pm,

আবহমান কাল ধরে ভারতবাসীর ঘরে-ঘরেও তা পালিত হয়ে আসছে। তার নাম 'ভাইদুজ'।

থালায় থাকে সিঁদুর, চন্দন, ফুল, দূর্বা, ধান, ধূপ ও দীপ। আশীর্বাদ বা তিকলদানের পরে ভাইকে মিষ্টিমুখ করানোর পালা। তাদের হাতে বোনেরা তুলে দেন মিষ্টির প্লেট। কখনও এর সঙ্গে তাকে বিশেষ উপহারও। 

'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা'-- এই মন্ত্র আউড়ে বোনেরা ফোঁটা এঁকে দেয় ভাইয়ের কপালে।

এ বছর ভাইফোঁটা কবে পড়ছে? এ কথা ঠিক যে, দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে আজ, শনিবারই ২ নভেম্বর রাত ৮টা ২১ মিনিটে। এই তিথি থাকছে পরদিন ৩ নভেম্বর রাত ১০টা ০৫ পর্যন্ত!

তবে ভাইফোঁটা পালিত হচ্ছে ৩ নভেম্বর, রবিবারই। তিলকের সময় বেশ খানিকটা বেলায়-- ১টা ১০ মিনিট থেকে ৩টে ২২ মিনিট। এর মানে, মোটামুটি ২ ঘণ্টা ১১ মিনিট সময়-কাল।

আর ভাইফোঁটার শুভ মুহূর্ত? ভাইয়ের কপালে তিলকদানের ওই সময়টাই ভাইফোঁটার শুভ মুহূর্ত। অর্থাৎ, দুপুর ১ টা ১০ মিনিট থেকে ৩ টে ২২ মিনিট পর্যন্ত এই ১৩২ মিনিট হল ফোঁটা দেওয়ার শুভ সময়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link