Bharat Bandh: কতক্ষণ বনধ? কী কী খোলা থাকবে? দেশ জুড়ে চলবে বিক্ষোভ-হিংসা? রাস্তায় বেরনো যাবে তো!

Soumitra Sen Tue, 20 Aug 2024-1:04 pm,

আরজি কর কাণ্ডের আবহের মধ্যেই ভারত জুড়ে এই বনধ কে ডাকল, কেন ডাকল, কবে ডাকল?

কী জানা গিয়েছে বনধ নিয়ে? 'সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি' এই বনধ ডেকেছে বলে জানা গিয়েছে। 

এই বনধ আসলে ডাকা হয়েছে সুপ্রিম কোর্টের বিরোধিতা করেই! তারা যে কোটা-উইদিন-কোটা অর্ডার দিয়েছে, সেটার বিরোধিতা করেই এই ডাক।

আসলে গত ১ অগস্ট সুপ্রিম কোর্ট এই মর্মে নির্দেশ জারি করেছিল যে, শিডিউলড কাস্ট ও শিডিউলড ট্রাইবসের বর্গের ভিতরেও থাকবে আরও নানা সাব-ক্যাটেগরি। 

এর অর্থ, সামগ্রিক ভাবে শিডিউলড কাস্ট ও শিডিউলড ট্রাইবসের মধ্যে ঠিক ঠিক কোনও পিছড়ে বর্গের সত্যিই সরকারি সহায়তা প্রয়োজন, সেটা চিহ্নিত করা ও সেইমতো ব্যবস্থা করা! 

আর ঠিক এই জিনিসটিরই বিরোধিতা করছে এই  'সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি'। তারা চাইছে, সুপ্রিম কোর্টের এই অর্ডারকে উল্টে দিতে! এবং তারাই এই বনধ ডেকেছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link