দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়
দেশের সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতিভবন থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারত রত্ন দেওয়া হচ্ছে প্রণব মুখোপাধ্যায়কে।
প্রণব মুখোপাধ্যায় ছাড়া মরণোত্তর ভারতরত্ন পাচ্ছেন অসমিয়া গায়ক ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজি দেশমুখ।
কয়েক দশক ধরে কংগ্রেসের সঙ্গে জড়িয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। দেশের রাষ্ট্রপতিও হয়েছিলেন তিনি।
ইন্দিরা গান্ধীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন প্রণব মুখোপাধ্যায়। মাঝখানে মতান্তর হলেও আজীবন কংগ্রেসি রাজনীতি করে এসেছেন প্রণববাবু।
বিদেশ, অর্থের মতো মন্ত্রক দক্ষতার সঙ্গে সামলেছেন প্রণব মুখোপাধ্যায়। বাংলার বীরভূমের কীর্ণাহারের সন্তান প্রণববাবু জাতীয় রাজনীতিতে মহীরূহ বললেও কম বলা হয়।