ভূমিকে নিয়ে সমালোচনা; ভয়ে, লজ্জায় সিঁটিয়ে যায় পরিবার?
দম লগাকে হাইশা দিয়ে বলিউডে তাঁর যাত্রা শুরু হয়। আয়ুষ্মান খুরানার বিপরীতে ওই সিনেমায় বিপুল ওজন বাড়ানোর পর তিনি যে ওজন ঝরিয়ে ছিপছিপে হয়ে বলিউডের একেবারে প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তা অনেকেই ভাবতে পারেননি। বুঝতেই পারছেন ভূমি পেদনেকরের কথা বলা হচ্ছে
দম লগাকে হাইশার পর টয়লেট এক প্রেম কথা, ষান্ড কী আঁখ, শুভ মঙ্গল যদা সাবধান, বালা-র মতো একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। বলিউডে যেমন নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন ভূমি, তেমনি পোশাক নিয়েও একের পর এক সাহসী পদক্ষেপ নিয়েছেন
সেই ভূমিকে মাঝে মধ্যেই নিজের পোশাক এবং সাজসজ্জা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়। যা নিয়ে এবার মুখ খোলেন অভিনেত্রীর বোন সমীক্ষা পেদনেকর
সমীক্ষা জানান, ভূমিকে নিয়েযখন সামাজিক মাধ্যমে জোর সমালোচনা হয়, তা দেখে পরিবারের মানুষ বিমর্ষ হয়ে পড়েন। ভূমিকে নিয়ে কীভাবে মানুষ এই ধরনের কথা বলে পারেন, নোংরা ভাষা ব্যবহার করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন সমীক্ষা। ভূমি অবস্য ট্রোল বিষয়টির সঙ্গে গা সওয়া মনোভাব দেখান কিন্তু তাঁর পরিবার যে একেবারেই মেয়েকে নিয় কটাক্ষ,, সমালোচনায় ধাতস্ত হতে পারেনি, তা স্পষ্ট করেন অভিনেত্রীর বোন
যদিও সমীক্ষা জানান, মাঝে মধ্যে ভূমিকে নিয়ে যখন জোর সমালোচনা হয় তখন তিনি সামাজিক মাধ্যমে যাতায়াতের পরিমান অনেকটাই কমিয়ে দেয়। এবং বিষয়গুলি না দেখার চেষ্টা করেন