TMC: তৃণমূলে `বড়` রদবদল! বাদ পড়লেন এরা, নতুন মুখ...

Wed, 27 Nov 2024-5:15 pm,

প্রবীর চক্রবর্তী: জাতীয় কর্মসমিতির বৈঠকের পরই তৃণমূলে 'বড়' রদবদল!

 

'বড়' রদবদল মুখপাত্রের পদে! টেলিভিশন মুখপাত্রের পদে এই রদবদল ঘটানো হয়েছে।

 

টেলিভিশন মুখপাত্রের পদ থেকে বাদ পড়লেন অরূপ চক্রবর্তী, রিজু দত্ত ও সুদীপ রাহা।

 

তাদের জায়গায় নতুন মুখ হিসেবে এলেন জয়া দত্ত, মোশারাফ হোসেন ও সন্দীপন সাহা।

 

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে সবকটিতেই জয় হাসিল করেছে তৃণমূল।

 

আর এই জয়ের পর আরও দায়িত্বশীল হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ও সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link