কটাক্ষের মধ্যেও ভাটা পড়েনি জনপ্রিয়তায়! বিগ বস ১৪-তে সলমনের পারিশ্রমিক শুনলে চমকে উঠবেন
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সলমন খান-কে নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। এমনকী, বিহারে সলমনের বিয়িং হিউম্যানের স্টোরেও ভাঙচুর চালানো হয়। সুশান্তের মৃত্যুর পরও যে সলমনের জনপ্রিয়তায় একচুলও ভাটা পড়েনি, তা ফের প্রকাশ্যে এল
রিপোর্টে প্রকাশ, বিগ বস ১৪-র জন্য সলমন নাকি পারিশ্রমিক বাড়িয়েছেন দ্বিগুন। অর্থাত বিগ বস ১৪ সঞ্চালনার জন্য এবার প্রতি সপ্তাহে সলমন ১৬ কোটি করে পারিশ্রমিক নেবেন বলে খবর
বিগ বস ১৩-তে প্রতি সপ্তাহে সলমন ১২ থেকে ১৪ কোটি করে পারিশ্রমিক নিতেন। এবার সেই অঙ্কটা ১৬ কোটিতে পৌঁছেছে বলে খবর
পাশাপাশি করনা সংক্রমণের ভয়ে এবার বিগ বসের ঘরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে প্রত্যেক প্রতিযোগীকে। শুধু তাই নয়, করোনা পরীক্ষা করিয়ে তবেই এবার বসের ঘরে প্রতিযোগীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে খবর
এবার ১৬ জন প্রতিযোগী বসে ঘরে যাচ্ছেন বলে খবর। যার মধ্যে ১৩ জন সেলেব এবং বাকি ৩ জন 'কমোনার্স'। বিগ বস ১৩-র প্রতিযোগী পরাশ ছাবড়ার প্রাক্তন বান্ধবী আকাঙ্খা পুরি, নাগিন অভিনেত্রী জ্যাসমিন ভাসিন, আরুষি দত্ত, আচল খুরানা-সহ টেলিভিশনের বেশ কয়েকজন জনপ্রিয় সেলেব রয়েছেন বলে খবর