মোদী-নীতীশ জুটিতেই ভরসা; বিহারে ফের ক্ষমতায় এনডিএ, বলছে জনমত সমীক্ষা

Sun, 25 Oct 2020-7:08 pm,

হালে পানি পাবে না মহাজোট। ফের বিহারের সরকার গড়ছে এনডিএ। এমনটাই উঠে এল এক জনমত সমীক্ষায়।

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট নেওয়ার আর ২ দিন বাকী। তার আগে একটি জনমত সমীক্ষা প্রকাশ করেছে এবিপি ও সি ভোটার। ওই সমীক্ষায় বলা হচ্ছে বিহার ভোটে সবচেয়ে বেশি আসন পাবে বিজেপি। নীতীশ কুমারের দল তেমন সুবিধে করতে পারবে না। সরকার অবশ্য গড়বে এনডিএ।

সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, ২৪৩ আসনের বিহার বিধানসভায় ১৩৫-১৫৯টি আসন পেতে পারে এনডিএ। অন্যদিকে মহাজোট পেতে পারে ৭৭-৯৮টি আসন। যে চিরাগ পাসোয়ানের এত হইচই তাঁর দল এলজেপি পেতে পারে মেরেকেটে ৫টি আসন।  এনডিএর পক্ষে আসতে পারে ৪৩ শতাংশ ভোট। মহাজোট পেতে পারে ৩৫ শতাংশ ভোট।

 

এনডিএ ১৩৫-১৫৯ আসন পেলেও এর মধ্যে বিজেপিই পাবে বেশি আসন। সমীক্ষা অনুযায়ী গেরুয়া শিবিরের দখলে আসতে পারে ৭৩-৮১ আসন। নীতীশ কুমারের জেডিইউ পেতে পারে ৫৯-৬৭ আসন। এনডিএ  শরিক বিকাশশীল ইনসান পার্টির ঝুলিতে আসতে পারে ৩-৭ আসন, হিন্দুস্থান আওয়াম মোর্চার ঘরে আসতে পারে ৪টি আসন।

 

অন্যদিকে আরজেডি পেতে পারে ৫৬-৬৪ আসন। কংগ্রেসের ঘরে আসতে পারে ১২-২০টি আসন। বামেরা পেতে পারে ৯-১৪ আসন।

বিহারের পরবর্তি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছে জনতা? এমন এক প্রশ্ন করা হয়েছিল সমীক্ষায়। সেখানে দেখা যাচ্ছে ৩০ শতাংশ মানুষ চাইছেন ফের মুখ্যমন্ত্রী হোন নীতীশ কুমার। ২০ শতাংশ মানুষ চাইছেন মুখ্যমন্ত্রী হোন তেজস্বী যাদব। মাত্রা ১৪ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন চিরাগ পাসোয়ানকে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link