বিহারে এনডিএ-র পালে হাওয়া দিতে আসরে মোদী, ১২ জনসভায় ঝড় তুলবেন নমো

Mon, 19 Oct 2020-5:40 pm,

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আর মাত্র ৯ দিন বাকী। জেডিইউয়ের বিরুদ্ধে প্রচার করছে এলজেপি। অন্যদিকে, বিরোধী কংগ্রেস-আরজেডি জোটও বেশ পাকাপোক্ত। এরকম এক পরিস্থিতিতে আসরে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিহার বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের সমর্থনে ১২টি জনসভায় ভাষণ দেবেন নরেন্দ্র মোদী।

বিহারে ভোটের প্রচারে এবার বিজেপির ৩০ স্টার প্রচারকের মধ্যমণি মোদী। আগামী ২৩ অক্টোবর সাসারামের ডেহরিতে প্রথম জনসভা করবেন মোদী। থাকবেন নীতীশ কুমারও।

নীতীশের প্রচার জোরদার করতে আনা হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও। তিনি ভাষণ দেবেন ১৮ জনসভায়। আগামিকাল থেকেই প্রচার শুরু করছেন যোগী।

যোগীকে আনা হচ্ছে রামগড়, আরওয়াল, কারকাট, জামুই, তারারি ও পালিগঞ্জ বিধানসভার প্রচারের জন্য। ওইসব বিধানসভা আসনের মধ্যে গতবার তারারি আসনে জিতেছিল সিপিআইএম, আরওয়াল, কারাকাট, জামুই ও পালিগঞ্জ আসন ছিল আরজেডির দখলে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link