Bihar Election Results 2020: বিহারে তেজস্বীকে ডোবাল রাহুলের দল!
নিজস্ব প্রতিবেদন: নীতীশকে টেনে তুলল বিজেপি। বিহারে বড় শরিকের চেয়ে বেশি আসন পেল তারা। বিরোধী শিবিরে ঠিক উলটো দশা। কংগ্রেসের সঙ্গে থেকে ডুবতে হচ্ছে তেজস্বীর আরজেডি-কে।
বিহারে ১৪৪টি আসনে প্রার্থী দিয়েছিল আরজেডি। কংগ্রেস ৭০টি আসনে। সিপিএম ৪টি, সিপিআই ৬টি ও সিপিআই (এমএল) ১৯টি আসনে লড়েছে।
৭০টি আসনে প্রার্থী দিয়ে অর্ধেকও পাচ্ছে না কংগ্রেস। প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত ১টি আসন জিতেছে তারা। এগিয়ে ১৯টি আসনে।
কংগ্রেসের স্ট্রাইক রেট সবচেয়ে কম। সিপিআই (এমএল) পর্যন্ত ১৯টি আসনে প্রার্থী দিয়ে ১২টিতে এগিয়ে গিয়েছে। সিপিএম ৪টের মধ্যে ৩টিতে।
গত লোকসভা ভোটেও কংগ্রেসকে সঙ্গে নিয়ে লাভ হয়নি আরজেডি-র। ৪০টি আসনের মধ্যে ৩৯টিই জিতেছিল এনডিএ। মাত্র ১টি পেয়েছিল কংগ্রেস। আরজেডি শূন্য। ফলে প্রশ্ন উঠছে, রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায় কংগ্রেসকে কি অতিরিক্ত আসন দিয়ে ফেলেছেন তেজস্বী যাদব?