বাইক বোঝাই সচেতনতার বার্তা, লকডাউনের ফাঁকা রাস্তায় প্রশাসনের সঙ্গে পাল্লা দিচ্ছেন এই ব্যক্তিও
বাপি দাস। পরনে পাঞ্জাবি ধুতি। মাথায় হেলমেট। তার বাইককে আটকায় কার সাধ্যি। কারণ কার্যত সচেতনতার প্রচারে নেমেছেন তিনি।
ঠিক এভাবেই বাইকের সামনে পিছনে সমস্ত জায়গায় ফ্লেক্স দিয়ে মোড়া। ফ্লেক্সে ছাপানো রয়েছে সচেতনতার কথা। বাইরে না বেরোনোর আবেদন। লকডাউন মানার অনুরোধ।
তার সুফল বোঝানোর জন্যই তিনি বাইক নিয়ে বেরিয়েছেন বেরিয়ে পড়েন শহরের রাস্তায়। সঙ্গে থাকে তাল বাদ্য। আর নিজের তৈরি স্লোগান।
মিডিয়ার ক্যামেরা যেখানে পৌঁছয় না সেই গলিঘুঁজিতে পৌঁছে যান বাইক বাবু তার বার্তা নিয়ে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় কড়া প্রশাসন। বড় বড় বেলার হোডিং দিয়ে সচেতনতা আনার চেষ্টা করছে। আর কোনও অংশে কম যান না এই ব্যক্তিও। সুযোগ বুঝে বেরিয়ে পড়েছেন সচেতনতার প্রচারে।