Divorce হল বিল গেটসের, দীর্ঘ দাম্পত্য জীবনে কেন ইতি টানলেন?
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে সুখে দুঃখে একসঙ্গে কাটিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। ধনকূপে ডুবে থাকা দাম্পত্য জীবনে ইতি টানার ঘোষণা করলেন বিল গেটস ও তাঁর স্ত্রী।
টুইট বার্তায় তাঁরা এই ঘোষণা করেছেন। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি।
জানা যায়, আশির দশকের শেষ দিকে মেলিন্ডা বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটে যোগ দেন, তাঁর পরই পরিচয় হয়, বন্ধুত্ব হয়। প্রেমে পড়েন একে ওপরের। তারপরই বিয়ে। তাঁদের তিন সন্তান রয়েছে বর্তমানে।
বিল ও মেলিন্ডা মিলে দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ গড়ে তোলেন। বিশ্বজুড়ে করোনা সংক্রামকের সঙ্গে মোকাবিলার জন্য ও শিশুদের রোগ ব্যাধি দূর করাতে টিকাদানে কোটি কোটি ডলার ব্যয় করছে এই ফাউন্ডেশন।
বিল ও মেলিন্ডা বিবাহ বিচ্ছেদ নিয়ে জানিয়েছেন, ‘ আমরা একসঙ্গে দম্পতি হিসেব থাকতে পারব, এমনটা আর বিশ্বাস করি না।’
এইমুহূর্তে তাঁর সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার। ১৯৭০ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠার মাধ্যমে তিনি অগাধ সম্পদের মালিক হতে শুরু করেন।