৩ বছর পর খুলল পাতলেবাসের অফিস, পাহাড়ে মিছিল বিমলপন্থীদের
নিজস্ব প্রতিবেদন : তিন বছর পর খুলল বিমল গুরুংয়ের পাতলেবাসের অফিস। এই উপলক্ষে এদিন দার্জিলিং শহরে মিছিল বের করলেন বিমলপন্থীরা।
দীর্ঘদিন অজ্ঞাতবাসে অন্তরালে থাকার পর দুর্গাপুজোর মুখে প্রকাশ্য়ে আসেন বিমল গুরুং। সমঝোতার রাস্তায় গিয়ে তৃণমূলকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন বিমল গুরুং।
বিমল গুরুং প্রকাশ্যে আসতেই পাহাড়ে নতুন করে উত্তেজনা দেখা দেয়। বিমল গুরুংযের সঙ্গে কাজ করা অসম্ভব বলে বেঁকে বসে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং শিবির।
বিমল গুরুং ইস্যুতে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন বিনয়। ওদিকে কলকাতায় পাল্টা সাংবাদিক বৈঠক করেন বিমল গুরুংও।
সবমিলিয়ে শীত পড়তেই পাহাড়ের রাজনীতিতে যেন নতুন করে উত্তেজনা পারদ। ইতিমধ্যেই বিনয়পন্থী যুবকের উপর হামলার অভিযোগে বিমল শিবিরের ২ জনকে গ্রেফতার করেছে পুলিস।