করণের সঙ্গে সমুদ্র সৈকতে বিপাশা, ভাইরাল বাঙালি-অভিনেত্রীর ছবি
এবার মলদ্বীপে বেড়াতে গেলেন বিপাশা বসু৷ স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে ছবি শেয়ার করেন বিপাশা
কালো রঙের বিকিনি পরে মলদ্বীপে ছবি শেয়ার করেন বিপাশা৷ বিপাশার সঙ্গে মলদ্বীপে ফোটশ্যুট করেন করণ সিং গ্রোভারও
সম্প্রতি করণ সিং গ্রোভারের সঙ্গে ভিডিয়ো শেয়ার করে তাকে 'মাঙ্কি লভ' বলে ট্যাগ করেন, করণ-বিপাশার সেই নাচের ছবি হু হু করে ভাইরাল হয়ে যায় সোস্যাল মিডিয়ায়
এবারও মলদ্বীপের সৈকতে একে অপরর সঙ্গে ফটোশ্যুট করে ইনস্টাগ্রামে তা শেয়ার করেন, এরপরই তাঁদের ছবি নিয়ে চোখে পড়ে ভক্তদের উল্লাস
কসৌটি জিন্দগি পাটু টু-এর মিস্টার বাজাজ-এর চরিত্র থেকে সরে দাঁড়ান করণ সিং গ্রোভার কিন্তু কসৌটি জিন্দগি টু থেকে সরে যাওয়ার পর করমের হাতে কোন প্রজেক্ট রয়েছে, সে বিষয়ে জানা যায়নি কিছু