Birbhum: ত্রয়োদশীতেই কঙ্কালীতলায় ৫১ কুমারী পুজো! কেন? কী এর মাহাত্ম্য?
প্রসেনজিৎ মালাকার: একান্ন সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা। ত্রয়োদশী তিথি অর্থাৎ কোজাগরী লক্ষ্মীপুজোর ঠিক আগের দিন এখানে ৫১ কুমারীর পুজো হয়।
এই ৫১ কুমারী পুজোর জন্য বিখ্যাত কঙ্কালীতলা। সারাবছরই কঙ্কালীতলায় পুণ্যার্থীদের ভিড় থাকে। আর এই বিশেষ দিনে কুমারী পুজোর মাহাত্ম্যে শান্তিনিকেতনের অদূরে এই পবিত্র স্থানে ছুটে আসেন পর্যটকরা।
প্রতিবছরের মত এবছরও মহাসমারোহে এই কুমারী পুজো পালিত হচ্ছে। প্রচুর মানুষেরও সমাগম হয়েছে।
কিন্তু কঙ্কালীতলায় ত্রয়োদশীর এই কুমারী পুজো কেন বিখ্যাত? কী-ই বা এর মাহাত্ম্য?
এর উত্তর খুঁজতে গিয়ে মিলবে নানা কথাকাহিনী। পুরাণে কথিত আছে, মহাদেব যখন সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন সতীর দেহ ৫১ খণ্ডে বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে নানা স্থানে।
একটি খণ্ড পড়ে কঙ্কালীতলায়। স্থানীয় সূত্রে জানা যায়, কঙ্কালীতলা পঞ্চায়েতের কাপাসটিকুড়ি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের এক সদস্য ৪৬ বছর আগে স্বপ্নাদেশ পেয়ে এই কুমারী পুজোর সিদ্ধান্ত নেন।
তারপর থেকেই কঙ্কালীতলায় বুদ্ধদেব চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠিত পঞ্চবটী বট গাছের নীচে ৫১ জন কুমারীকে পুজো করা শুরু হয়।