Corona-র মাঝে এবার কি নতুন আতঙ্ক! দেশের বিভিন্ন জায়গায় মারা পড়ছে পাখির দল

Mon, 04 Jan 2021-12:38 pm,

দেশের একাধিক রাজ্যে হঠাত্ করেই পাখিদের মৃত্যুর ঘটনা ঘটছে। করোনার আতঙ্ক এখনও ভয় ধরাচ্ছে মানুষের মনে। এরই মধ্যে কি তবে দেশে নতুন বিপদ হানা দিল! 

প্রতি বছরই শীতের সময় পরিযায়ী পাখিদের ভিড় জমে দেশের বিভিন্ন প্রান্তে। তবে এবার কয়েকটি রাজ্যে পরিযায়ী পাখিদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হিমাচল প্রদেশের পোং ড্যাম এলাকায় প্রায় ১৪০০ পাখি মারা পড়েছে। বিশেষজ্ঞরা সন্দেহ করছেনস বার্ড ফ্লু-এর কারণেই মৃত্যু।

 

মধ্যপ্রদেশের একটি কলেজ চত্বরেও একশোর বেশি কাকের মৃতদেহ পড়ে ছিল। স্থানীয় লোকজন তাতে আতঙ্কিত হয়ে পড়েন। পরীক্ষার পর জানা যায়, এচ-ফাইভ এন-এইট ভাইরাসে আক্রান্ত হয়েছিল কাকের দল। তার পরই ওই এলাকায় একাধিক নির্দেশিকা জারি করেছে স্থানীয় প্রশাসন।

গুজরাতের জুনাগড়ে ৫৩টি পাখির মৃত্যু হয়েছে বলে খবর। ২রা জানুয়ারি এই ঘটনা ঘটে। বার্ড ফ্লু-এর জন্যই মৃত্যু বলে মনে করা হচ্ছে।

রাজস্থানের জয়পুরসহ সাতটি জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৫টি কাকের মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষরা আতঙ্কে ভুগছেন।

অশোক গেহলতের সরকার রাজস্থানের বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খুলেছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে।

রাজস্থানের বিভিন্ন জায়গায় বিশেষজ্ঞদের দল নমুনা পরীক্ষা শুরু করেছেন। বার্ড ফ্লুর জন্যই মৃত্যু কি না তা খতিয়ে দেখা হচ্ছে। 

রাজস্থানের সাম্ভর ঝিলেও হঠাত্ করেই পাখিদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। ওই এলাকা থেকেও নমুনা সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা। বার্ড ফ্লু নাকি নতুন কোনও ভাইরাসের হানা, তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link