JEET: ছেলের ১ বছরের জন্মদিনে সুখবর শোনালেন জিৎ! বললেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় এক বছর আগে নিজের ছেলের জন্মের সুখবর জানিয়েছিলেন টলিউডের 'বস' জিৎ। এক বছর পর ছেলের জন্মদিনে আবার একটি সুখবর শোনালেন তিনি।
ছেলে রোনভের প্রথম জন্মদিন জমজমাট ভাবে উদ্যাপন করছেন জিৎ। উপস্থিত ছিলেন বিভিন্ন তারকারা।
উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সুস্মিতা চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।
মাথা ন্যাড়া করা ছেলেকে নিয়ে মেতে উঠলেন বাবা জিৎ। জন্মদিনে বাবার সঙ্গেই ম্যাচিং করে জামা পরানো হয়েছে তাকে।
জন্মদিনের দিন ছেলেকে নিয়ে গিয়েছিলেন কয়েকজন দুঃস্থ শিশুর কাছে। যাদের সঙ্গে অনেকটা সময় কাটায় ছোট্ট রোনভ।
জন্মদিনের ছবি, ভিডিয়ো শেয়ার করে তিনি আরও সুখবর আসবার কথা জানান। এরকম মিষ্টি মিষ্টি ছবি আরও দেখতে পাবেন বলে জানান তিনি।
জিৎ লেখেন, 'রোনভের জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও ছবি আসছে।'