happy Birthday Rashmika Mandana: সাইকোলজিতে মাস্টার ডিগ্রি, ইনস্টাগ্রামে ৩০ মিলিয়ন ফলোয়ার `ন্যাশনাল ক্রাশ` রশ্মিকার
নিজস্ব প্রতিবেদন: টলিউড থেকে বলিউড মাতিয়ে বেড়াচ্ছেন রশ্মিকা মন্দানা। মঙ্গলবার ২৬-এ পা দিলেন নায়িকা।এখনও অবধি ১৪টি ছবিতে অভিনয় করলেও প্রথম ৪-৫টি ছবির পরই সারা ভারতে জনপ্রিয় হয়ে উঠেছেন রশ্মিকা।
কর্ণাটকে রশ্মিকার ডাকনামই ন্যাশনাল ক্রাশ। তাঁর সৌন্দর্য ও মিষ্টি চেহারাই তাঁকে ন্যাশনাল ক্রাশ বানিয়েছে। ১৯৯৬ সালের ৫ এপ্রিল কর্ণাটকের বিরাজপেটে জন্মগ্রহণ করেন রশ্মিকা।
মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন নায়িকা। বাবা একটি অফিসে কেরানির চাকরি করতেন। কর্ণাটকেই পড়াশোনা করেন তিনি। সাইকোলজিতে মাস্টার ডিগ্রি করেছেন রশ্মিকা।
২০১৬ সালে কন্নড় ছবি কিড়িক পার্টিতে ডেবিউ করেন রশ্মিকা। ৪ কোটি টাকায় বানানো ঐ ছবি ব্যবসা করে ৫০ কোটি। ব্যবসার নিরিখে এই ছবি এ যাবৎ সবচেয়ে লাভজনক ছবি।
২০১৪ সালে একটি মডেলিং প্রতিযোগিতা জিতেছিলেন রশ্মিকা। এরপরেই প্রফেশনালি মডেলিং করতে শুরু করেন তিনি। তাঁর অভিনীত বেশিরভাগ ছবিই সুপারহিট।
সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৩০ মিলিয়ন। ২০২০ সালে গুগল তাঁকে 'ন্যাশনাল ক্রাশ'-এর খেতাব দেয়।