ভারতীয় ক্রিকেটের নবজাগরণ হয়েছিল যাঁর হাত ধরে, আজ তাঁর জন্মদিন
তাঁর ডাবল সেঞ্চুরির সৌজন্যেই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার জয় পায় ভারত। এদেশের ক্রিকেটের নবজাগরণ হয় যেন তার পর থেকেই।
প্রাক্তন ক্রিকেটার বিজয় মার্চেন্ট বলেছিলেন, ভারতীয় ক্রিকেটে রেনেসাঁ ম্যান হলেন দিলীপ সরদেশাই।
১৯৬১-তে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর।
গোয়া থেকে ভারতীয় টেস্ট দলে খেলা প্রথম ক্রিকেটার দিলীপ সরদেশাই। তাঁর ছেলে স্বনামধন্য সাংবাদিক রাজদীপ সরদেশাই।
১৯৭১-এ প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পায় ভারত। সেই দলে দিলীপ ছিলেন।
ওই সিরিজে একমাত্র ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।
একই বছর ভারত হারিয়েছিল শক্তিশালী ইংল্যান্ডকে। সেই সিরিজেও সেঞ্চুরি করেছিলেন দিলীপ।
দেশ ও মুম্বইয়ের হয়ে মোট ১০, ২৩০ রান করেছিলেন তিনি।