হরিয়ানায় গেরুয়া ঝড়, পাঁচটি পুরসভাতেই ক্লিনসুইপ বিজেপির

Wed, 19 Dec 2018-6:06 pm,

হরিয়ানার পাঁচটি পুরসভার নির্বাচনে জয়জয়কার বিজেপির। পাঁচটি পুরসভাই পকেটে পুরে ফেলেছে গেরুয়া শিবির। তিনটি রাজ্য হাতছাড়া হওয়ার অসম ও হরিয়ানার স্থানীয় নির্বাচন কিছুটা অক্সিজেন দিল বিজেপি নেতৃত্বকে।

হিসার, কারনাল, পানিপথ, রোহতক ও যমুনানগর পুরসভায় ভোটগ্রহণ হয়েছিল ১৬ ডিসেম্বর। এর সঙ্গে রয়েছে জাখাল মান্ডি ও পুন্দ্রি পুরকমিটির নির্বাচনও।

লোকসভা ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে পাঁচটি শহরের পুরভোট ছিল বিজেপির কাছে চ্যালেঞ্জ। আর পাঁচটি পুরসভাতেই ক্লিনসুইপ করেছে শাসক দল।

যমুনানগর ও পানিপথে বিশাল ব্যবধানে জিতেছেন বিজেপির মেয়র পদপ্রার্থীরা। যমুনানগরে ৪০,০০০ ভোটে জিতেছেন বিজেপির মেয়র পদপ্রার্থী মদন সিং। পানিপথে অভনীত জিতেছেন ৭৪,৯০০ ভোটের ব্যবধানে। 

কারনালে রেনুবালা, হিসারে গৌতম সরদনা ও রোহতকে জিতেছেন বিজেপির প্রার্থী মনমোহন। 

জয়ের কৃতিত্ব নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। তাঁর কথায়, নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বে জনকল্যাণ কাজের জন্য নগর নিগমের নির্বাচনে বিপুল ভোটে জিতেছে বিজেপি''।

নির্বাচনে দলীয় প্রতীকে লড়াই করেনি কংগ্রেস। তারা কয়েকজন নির্দলকে সমর্থন দিয়েছিল। বহুজন সমাজপার্টির সঙ্গে জোটে লড়াই করেছে ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল। 

পুরভোটে ইভিএমে ভোট পড়েছে ৬৩.৩৯ শতাংশ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link