উলু-শঙ্খধ্বনিতে দুর্গার বোধন করে বাঙালি আবেগ ধরতে ব্যস্ত বিজেপি
অঞ্জন রায়: দুর্গাপুজো বাঙালির আবেগ। আর এই মহোৎসবে প্রধামন্ত্রীর একেবারে বাংলায় শারদীয়ার শুভেচ্ছা রাজনীতির ময়দানে অন্যমাত্রা যোগ করে বলেই মনে করছেন অনেকেই।
প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে দিয়ে বিজেপির দুর্গাপুজোর উদ্বোধন হয়েছে ইতিমধ্যেই।
বৃষ্টিতে প্ল্যানের খানিক বদল করেছে বিজেপি। খোলা আকাশের নিচে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে অডিটোরিয়ামের মধ্যেই হয়েছে অনুষ্ঠান। উলু-শঙ্খধ্বনিতে ইতিমধ্যেই উদ্বোধন হয়েছে বিজেপির দুর্গাপুজো।
ভার্চুয়ালি বিজেপির পুজোয় অংশগ্রহণ করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তিনি আগেই বলেছিলেন ধুতি-পাঞ্জাবিতে সাজবেন। তাঁকে অনুসরণ করে দলের বাকিরাও সকাল সকাল ধুতি-পাঞ্জাবি পরে পুজে প্রাঙ্গণে হাজির। এ দিন উপস্থিত ছিলেন শঙ্কুদেব পান্ডা, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, অগ্নিমিত্রা পাল-সহ আরও অনেকেই। রবীন্দ্রনাথের গান দিয়ে অনুষ্ঠানে সূচনা করেছন বাবুল সুপ্রিয়।
সামনেই ২১-এর বিধানসভা ভোট। আর পাখির চোখ বাংলা। এদিন কার্যত ভোটের ঢাকে কাঠি দিয়েই পুজোর সূচনা করলেন নরেন্দ্র মোদী। বক্তৃতার বেশিরভাগ অংশই বাংলায় বলার চেষ্টা করেছেন তিনি।
বাংলায় দুর্গাপুজো উদ্বোধনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী কার্যত জনযোগ সেরেছেন এদিন। ভোটের আগে বাঙালির আবেগকে ধরতেই এই পুজো বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
এদিন নাচের অনুষ্ঠান করেছে ডোনা গঙ্গোপাধ্যায়ের গ্রুপ। সব মিলিয়ে ষষ্ঠীর দিনে নাচ-গান, ধুতি-পাঞ্জাবির বাঙালিয়ানায় জমজমাট ছিল মহিলা ও যুব মোর্চার দুর্গাপুজো।