‘জোট কীভাবে করতে হয় তা বিজেপির কাছ থেকে শিখেছি’
দেশের কয়েক ডজন নেতাদের সঙ্গে ব্রিগেডে মোদী সরকারকে তুলোধনা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এনডিএ জোট সম্পর্কে বলতে দিয়ে তিনি তীব্র কটাক্ষ করে বিজেপিকে।
অখিলেশ বলেন, এখন কয়েকটি পার্টিই আমাদের জোটে রয়েছে। এই জোট করার শিল্প আমরা বিজেপির কাছ থেকে শিখেছি। আরও অনেক দলকে জোটে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। বিজেপির সঙ্গে ৪০টি দল রয়েছে। সঙ্গে রয়েছে সিবিআই-ইডি।
জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী সম্পর্কেও বিজেপিকে আক্রমণ করেন সপা প্রধান। বলেন, বিজেপি বলে আসছে আমাদের জোটে একাধিক প্রধানমন্ত্রী পদপ্রার্থী রয়েছে। কিন্তু বাস্তব হল যাকে সাধারণ মানুষ বেছে নেবে তাকেই প্রধানমন্ত্রী করা হবে।
ইউনাইটেড ইন্ডিয়া অ্য়ালায়েন্স সম্পর্কে অখিলেশ বলেন, বাংলায় আজ যা হচ্ছে তা গোটা দেশে ছড়িয়ে পড়বে। এর জন্য মমতা দিদিকে ধন্যবাদ। এখনও অনেকেই ভাবছেন এই জোট টিকবে না।
উত্তরপ্রদেশে সপা-বসপা জোট ঘোষণার পর থেকেই বিজেপি ভাবতে শুরু করেছে কীভাবে সেখানে একটা আসন জিতবে। তামিলনাড়ু বিজেপিকে শূন্য করে দিয়েছে। তাহলে অন্য রাজ্যও তা পারবে।