দীপাবলিতে খুল্লামখুল্লা শূন্যে গুলি চালাচ্ছেন বিজেপি নেত্রী, ভাইরাল ছবি
শূন্যে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দীপাবলি উদযাপন করলেন বিজেপি নেত্রী। তিনি আবার জনপ্রতিনিধিও।
উত্তরপ্রদেশের মথুরা বোর্ডের পার্ষদ রশ্মি শর্মা। বহুবার তাঁকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গিয়েছে। দীপাবলির দিন তো বন্দুক নিয়ে শূ্ন্যে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন রশ্মি।
রশ্মির গুলি ছোড়ার এই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগযোগ মাধ্যমে। আর তারপরেই চারদিকে সমালোচনার ঝড়।
তবে এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার বন্দুক হাতে দেখা গিয়েছে বিজেপি নেত্রীকে।
এনিয়ে এখনও পর্যন্ত রশ্মি শর্মার কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে মথুরা পুলিস বিষয়টি নিয়ে কী তদন্ত করে, তা সময় বলবে।