বিধানসভায় শপথ বয়কটের ঘোষণা তেলেঙ্গানার একমাত্র বিজেপি বিধায়ক রাজা সিংয়ের
বিধানসভায় বিধায়ক হিসেবে শপথগ্রহণে আপত্তি জানিয়ে ফের শিরোনামে তেলেঙ্গানায় বিজেপির হিন্দুত্বাবাদী নেতা রাজা সিং।
১৭ জানুয়ারি তেলেঙ্গানার নতুন বিধানসভার বিধায়কদের শপথগ্রহণ। কিন্তু ওই অনুষ্ঠান বয়কট করার কথা ঘোষণা করেছেন তেলেঙ্গানার একমাত্র বিজেপি বিধায়ক রাজা সিং।
প্রসঙ্গত, রাজা সিংয়ের নামে ঝুলে রয়েছে ৪৩টি মামলা। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক।
রবিবার তিনি জানিয়েছেন, প্রোটেম স্পিকার এআইএমআইএম বিধায়ক মুমতাজ আহমেদ খানের কাছ থেকে শপথবাক্য পাঠ করবেন না তিনি। কিন্তু কেন?
রাজা সিংয়ের যুক্তি, এআইএমআইএম হিন্দুবিরোধী। ওরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলে। হিন্দুদের ধ্বংস করতে চায়।
রাজা সিং বলেন,''নিজামের ভক্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ও এআইএমআইএম মিলে মুমতাজ আহমেদ খানকে প্রোটেম স্পিকার নির্বাচন করেছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে অন্যরা যেতে পারেন, তবে আমি যাচ্ছি না''।
তাঁর আরও দাবি, এআইএমআইএম হিন্দুদের বিরুদ্ধে কথা বলে। ওদের নেতারা 'বন্দে মাতরম' বা 'ভারত মাতা কি জয়' বলেন না।
একইসঙ্গে রাজা সিং জানিয়েছেন, শপথগ্রহণ এড়াতে আইনি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবেন তিনি।
রাজা সিংয়ের ঘোষণা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি এআইএমআইএমের মুখপাত্র।